সাতক্ষীরা রাত ৯:৫৮ সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  • ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    mir khairul alam
    ডিসেম্বর ৯, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ‘ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, র্যালি, মানববন্ধন এবং আলোচনা সভা। সোমবার সকাল সাড়ে ৯ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। এরপর র্যালি শেষে উপজেলা পরিষদ তোরণের সামনে ঢাকা- সাতক্ষীরা মহা-সড়কের পাশে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন চলাকালে দুর্নীতি বিরোধী নানা প্ল্যাকার্ড তুলে ধরা হয়। কর্মসূচিতে স্কাউটসের শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক এর খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচারক শামিম রেজা। বক্তারা দুর্নীতিবিরোধী চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে সকলের স্ব স্ব ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেইসাথে দুর্নীতিকে ‘না’ বলার মানসিকতা সৃষ্টিতে গুরুত্বারোপ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, এইচএম রোকনুজ্জামান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, লতিফা আক্তার, দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, সহকারী শিক্ষক অনুপ কুমার, সাইফুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।্যালি, মানববন্ধন এবং আলোচনা সভা। সোমবার সকাল সাড়ে ৯ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। এরপর র্যালি শেষে উপজেলা পরিষদ তোরণের সামনে ঢাকা- সাতক্ষীরা মহা-সড়কের পাশে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন চলাকালে দুর্নীতি বিরোধী নানা প্ল্যাকার্ড তুলে ধরা হয়। কর্মসূচিতে স্কাউটসের শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক এর খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচারক শামিম রেজা। বক্তারা দুর্নীতিবিরোধী চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে সকলের স্ব স্ব ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেইসাথে দুর্নীতিকে ‘না’ বলার মানসিকতা সৃষ্টিতে গুরুত্বারোপ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, এইচএম রোকনুজ্জামান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, লতিফা আক্তার, দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, সহকারী শিক্ষক অনুপ কুমার, সাইফুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।