দেবহাটা প্রতিবেদক: “মাদক ছেড়ে মাঠে চলি, যুব সমাজ রক্ষা করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা ইউনিয়ন পর্যায়ে ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা ক্রীড়া কমিটি আয়োজনে সখিপুর উদয়ন সংঘের সার্বিক সহযোগিতায় সখিপুর সরকারি খান বাহাদুর আহসান উল্লা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য বিধান মন্ডল, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উদয়ন সংঘের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও উদয়ন সংঘের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ইউপি সদস্য আকবর আলী গাজী। খেলায় কুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ১ গোলে হারিয়ে সখিপুর ইউনিয়ন ফুটবল একাদশ লাভ লাভ করে।