বি. এম. জুলফিকার রায়হান, তালা: ১০০ পিস ইয়াবা সহ তালার মাদক সম্রাট খ্যাত হাফিজুর রহমান আটক হয়েছে। তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বলরামপুর গ্রাম থেকে তাকে আটক করেন। মাগুরা গ্রামের শেখ শফিয়ার রহমানের ছেলে মাদক সম্রাট হাফিজের বিরুদ্ধে ইয়াবা ও হেরোইন ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। তিনি মাগুরা ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারনা চালিয়ে আসছিলেন।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জিহাদ, এস.আই খলিলুর রহমান ও এ.এস.আই শওকাত সহ একদল পুলিশ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ইয়াবা বিক্রির সময়ে মাদক ব্যবসায়ী শেখ হাফিজুর রহমান (৫১ কে গ্রেফতার করা হয়। একই সাথে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হাফিজের বিরুদ্ধে থানায় ১ডজনের বেশি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। শনিবার রাতে ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (৫/২৪) দায়ের করা হয়েছে। রোববার তাকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাযতে প্রেরন করা হয়েছে।