সাতক্ষীরা রাত ১০:১৩ রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  • ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালার খেশরা ইউপি চেয়ারম্যান লাল্টু গ্রেফতার

    mir khairul alam
    ডিসেম্বর ৮, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
    Link Copied!

    বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালার খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু গ্রেফতার হয়েছেন। তালা থানা পুলিশ রোববার (৮ ডিসেম্বর) বিকালে তাঁকে গ্রেফতার করেন। তবে, কি কারনে তিনি গ্রেফতার হয়েছেন তা এ রিপোর্ট লেখাকালিন সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
    সুত্রে জানাগেছে, উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু রোববার বিকালে নিজ ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কাজ করছিলেন। এসময় তালা থানার একদল পুলিশ সেখান থেকে চেয়ারম্যান লাল্টুকে থানায় নিয়ে আসেন।
    এব্যপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি।
    কামরুল ইসলাম লাল্টু এবং তাঁর পরিবার আওয়ামীলীগের একনিষ্ঠ সমর্থক। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে বিএনপি-জামায়াত ও আওয়ামীলীগের একাংশের ভোটারদের সমর্থন নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর আগের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেন। আওয়ামীলীগের রাজনীতির সাথে তিনি এবং তাঁর পরিবার জড়িত থাকায় তিনি আটক হতে পারেন বলে পরিবারের সদস্যরা মনে করছেন।
    এবিষয়ে চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, আমি দীর্ঘ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করছিনা। ইতোপূর্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও বহু আগে সেখান থেকে পদত্যাগ করি এবং আওয়ামী রাজনীতির সাথে সম্পর্ক সম্পূর্ন বিচ্ছিন্ন করেছি। আজ কিকারনে আটক হয়েছি তা এখনও জানিনা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।