সাতক্ষীরা রাত ১১:০৩ শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  • ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ভারত থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

    mir khairul alam
    ডিসেম্বর ৭, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে।

    শনিবার (৭ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ভারত গরু বন্ধ করে দিয়েছে তাতে কি আমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। পণ্য রপ্তানি বন্ধ যদি উনারা করতে চায় সেটা উনাদের ব্যাপার। উনারা বন্ধ করলে তাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। তাদের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বন্ধ হবে। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের মত বড় বাজার হাতছাড়া করতে চায় না। তারা যদি বন্দরে রাজনৈতিক অবরোধ করতে চায় করুক। সেটা তাদের বিষয়।

    উপদেষ্টা প্রথমে ভোমরা স্থল বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখে দুই দেশের পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন। পরে ভোমরা স্থলবন্দরের পার্কিং শেড ও নতুন নির্মাণাধীন প্রকল্পের কাজ ঘুরে দেখেন। এরপর স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক, ভোমরা বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ, ভোমরা সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।