বি. এম. জুলফিকার রায়হান, তালা
মর্যাদার সাথে শান্তিপূর্ন সমাজে বসবাসের অধিকার, টেকসই জীবিকা ও খাদ্য নিরাপত্তার জন্য উপযুক্ত কাজ নিশ্চিত করে অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা সহ দলিত জণগোষ্ঠীর উন্নয়নে তালায় পিআরডিবি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দাতা সংস্থা মিজরিয়র এর অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে বেসরকারি সংস্থা পরিত্রাণ ২ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের কর্ম-পরিকল্পনা সংশ্লিষ্টদের অবহিত করার লক্ষ্যে পরিচিতি সভা সোমবার (২ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। পরিত্রাণ এর পরিচালক মিলন দাশ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা সমাজ সেবা অফিসার মনোজ কান্তি দাশ, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল ইসলাম ও খলিলনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ কুমার রায়।
পরিত্রাণের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে এনজিও কর্মকর্তা দে অঞ্জন কুমার, ফারজানা কবির, পবিত্র কুমার দাশ, উন্নয়ন কর্মী ভবতোষ মন্ডল, দলিত নেত্রী স্বরস্বতী দাশ, পরিত্রাণের প্রকল্প অফিসার দিপক চক্রবর্তী, রিপন দাশ ও রতœা দাশ সহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও কর্মএলাকার কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জাতীগত বৈষম্য দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও নিরাপত্তা রক্ষা, প্রচারের মাধ্যমে দলিতদের মানবাধিকার এবং মর্যাদা বৃদ্ধিতে তালা উপজেলার ৬টি ইউনিয়নে প্রত্যক্ষ ১ হাজার ৭জন এবং পরোক্ষ ৪ হাজার ৫শ৩২জন ব্যক্তি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হ