সাতক্ষীরা দুপুর ২:০৯ বুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  • ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় যুব উদ্যোক্তা নির্বাচনী প্রকল্পের অবহিতকরণ সভা

    mir khairul alam
    নভেম্বর ২৭, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় জলবায়ু  সহনশীল যুব উদ্যোক্তা নির্বাচনী প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ। বুধবার দুপুরে ব্র্যাক সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এসে কে আশরাফুল মাশরুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয়বস্তুর আলোকে আলোচনা করেন দেশ টিভি ও দেশ রূপান্তরের সিনিয়র করেসপনডেন্ট শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা সদর উপজেলা পরিক্ল্পনা বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা যুব  উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হক, সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ প্রমুখ।

    প্রকল্পে প্রশিক্ষণের জন্য ৯০ জন উদ্যোক্তা তরুণ তরুণীকে বাছাইয়ের জন্য সবার সাথে মত বিনিময় করা হয়। প্রমিজ প্রকল্পের আওতায় প্রমিজ প্রকল্প মডেলের আওতায় এই যুব উদ্যোক্তাদের এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করা হয় উক্ত সভা থেকে।

    সভাপতির বক্তব্যে ব্র্যাক সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এসে কে আশরাফুল মাশরুদ বলেন, আইএলও’র সমীক্ষা অনুযায়ী, বর্তমানে যুব বেকারত্বের হার ১০.৬%। যা দেশের মোট বেকারত্বের হারের (৪,২%) দ্বিগুনেরও বেশী। এদের মধ্যে একটি বিরাট অংশ আছে যাদের প্রাইমারী স্কুলের গন্ডি পার হয়ে উচ্চ শিক্ষা লাভ করার সুযোগ হয়নি। যেহেতু দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সম্মিলিত ভাবে সামগ্রিক কর্মস্থানের ৪০% সৃষ্টি করে এবং দেশের মোট শিল্প উৎপাদনের ৪০ শতাংশ তাদের দ্বারাই  হয়ে থাকে, সেহেতু দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এই শিল্পক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের গড়ে তুলতে হবে। এই প্রেক্ষিতে, সিঙ্গাপুর ভিত্তিক দাতাসংস্থা টিকটক এর আর্থিক সহায়তায় ব্র্যাক আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনজিনত কারণে ঝুকিপূর্ণ এলাকায় তরুণ তরুণীকে মেন্টরিং এর মাধ্যমে উদ্যোক্তা হবার জন্য প্রশিক্ষণ দিবে। তাদের উদ্যোগেকে বাস্তবে রুপদানের জন্য অর্থ সংস্থানের ক্ষেত্রগুলোর সাথে সংযোগ স্থাপন করিয়ে দেবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আরও কার্যকরীভাবে তারা ব্যবসা পরিচালনা করবে তা নিয়ে প্রশিক্ষণ দেবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।