দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিউনিটি থেকে অপুষ্টি দূর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ ইকবাল এর সভাপতিত্বে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীর পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্বল, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অফিসার বিলকিস আরা চৌধুরী, ইউপি সদস্য নজরুল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ, আইডিয়ালের সমরেশ কুমার, সফল প্রকল্পের প্রজেক্ট অফিসার মশিয়ার রহমান, আশার আলোর আল আমিন প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস। সমাজে পুষ্টির অভাব পুরণ করতে সঠিক বাজেট পরিকল্পনা, সুষ্ঠ বন্ঠন, মায়েদের শিক্ষা প্রদান করার পাশাপাশি প্রত্যের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। সেই সাথে বাল্য বিবাহ বন্ধ, অপ্রাপ্ত বয়সে সন্তান ধারণ থেকে বিরত করতে হবে। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিতে নাগরিকদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে পুষ্টিহীনতা দুর হবে।