তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদী থেকে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা নদীর ধারে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর লাশ দেখে তালা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়ার পর বৃদ্ধার ছেলে আব্দুর রহিম ঘটনাস্থলে এসে তাঁর মায়ের মৃতদেহ সনাক্ত করেন। গত ৪দিন ধরে মানষিক ভারসাম্যহীন বৃদ্ধা রাবেয়া বেগম নিখোজ ছিলেন। তিনি উপজেলার কুমিরা গ্রামের মৃত. মোহাম্মাদ আলীর স্ত্রী।
মৃত বৃদ্ধার ছেলে আব্দুর রহিম জানান, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে তাঁর বৃদ্ধা মা রাবেয়া বেগম কৃমিরা বাসস্ট্যান্ড বাজারের দিকে যেয়ে পরে আর বাড়িতে ফেরেনি। শ্রবণ প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন মা নিখোজ হবার পর মাইকিংসহ ফেসবুকে প্রচার এবং বিভিন্ন স্থানে ব্যাপক খোজাখুজি করেও মায়ের সন্ধ্যান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ফেসবুকের মাধ্যমে তালার মাাঝিয়াড়া শ্মসানঘাট এলাকায় কপোতাক্ষ নদের ধারে একজন নারীর লাশ ভাসমান অবস্থায় থাকার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখি সেটা আমার মায়ের লাশ।
আব্দুর রহিম বলেন, মৃতদেহটি ফুলে নষ্ট হওয়ায় মাকে চেনার উপায় ছিলনা। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতে থাকা রাবারের চুরি এবং কোমরে থাকা লাল ব্যাগ দেখে মৃতদেহটি মায়ের তা নিশ্চিত হয়েছি। তবে, কি কারনে বা কিভাবে তাঁর মায়ের মৃত্য হতে পারে তা’ আব্দুর রহিম জানাতে পারেনি।
এব্যপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মৃতদেহটির ময়না তদন্ত করা হবে। তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর কারন জেনে সেবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।