তালা প্রতিনিধি: তালা উপজেলার জালালপুর ইউনিয়ন মাল্টি এ্যাকটর প্লাটফর্ম (ম্যাপ) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা অ্যাওসেড’র আয়োজনে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায়, সিডিআরএফআই প্রকল্পের আওতায় জালালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২০ নভেম্বর) দুুপরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।
বিষয় ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাওসেড’র লার্নিং ও এ্যাডভোকেসী অফিসার বাহরুল আলম। ফিল্ড অফিসার চায়না দাশ’র সঞ্চালনায় সভায় উপসহকারী কৃষি অফিসার ইলোরা পারভীন, তালা উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক জুলফিকার রায়হান, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, ফিরোজা বেগম, কমিটির সদস্য লাভলুর রহমান ও মো. একরাম হোসেন প্রমুখ। সভায়- জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি, পরিবর্তনের কারন ও সমাধান এবং জলবায়ু তহবিল থেকে ক্ষতিপূরন পাওয়ার বিষয় নিশ্চিত করনে আলোচনা হয়।