তালা প্রতিনিধি: দলিত জনগোষ্ঠীর মানবাধিকার, জেন্ডার সমতা ত্বরান্বিত করার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস ও সরকারি পরিষেবাগুলোতে দলিত জনগনের অভিগম্যতা বৃদ্ধি করা এবং নাগরীক সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে তালায় “উপজেলা পরিষদের সাথে গণশুনানী” অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, ইসলামিক রিলিফ সুইডেন’র আর্থিক সহযোগিতায়, রাইটস অব দলিত’স (আরআইডি) প্রকল্পের অধিনে বুধবার (২০নভেম্বর)সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সেমিনার কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।
দলিত’র কর্মসূচী প্রধান উত্তম কুমার দাস’র সভাপতিত্বে শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপারভিশন কর্মকর্তা মো রেজাউল করিম। দলিত’র কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস’র সঞ্চালনায় গণশুনানীতে তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, দলিত’র আইসিটি প্রশিক্ষক বাধন পাল, স্যোশাল মোবিলাইজার সুজন দাশ, সুশান্ত দাশ, শুনানীতে অংশগ্রহনকারী কমিউনিটি প্রতিনিধি স্বরস্বতী দাশ, রতœা দাশ, চায়না রানী বিশ্বাস, শিউলি দাশ সহ উপজেলার ৪টি গ্রামের দলিত কমিউনিটির নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
শুনানীতে- জনস্বাস্থ্য প্রকৌশল অফিস হতে দলিত জনগনের স্বাস্থ্য, স্যানিটেশন ও সু-পেয় পানির সমস্যা তুলে ধরে তা সমাধানের উপর আলোচনা হয়।