তালা প্রতিনিধি: বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর বেকার যুব শিক্ষর্থীদের সাথে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত’র লেটারেসি প্রকল্পের আওতায় গত ২০ নভেম্বর পাইকগাছা উপজেলার বাকা দাশপাড়া এবং গত ১৮ নভেম্বর তালার খানপুর গ্রামে অনার্স অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা মিশন বাম্বেনী-ইতালী’র সহযোগীতায় অনুষ্ঠিত সামাজিক গুরুত্বপূর্ন এই ২টি পৃথক সভায় সভাপতিত্ব করেন, দলিত’র প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরাদেবী দাস।
বাকা গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জি.এম বাবলুর রহমান এবং তালার খানপুর গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস। দলিত স্পন্সরশীপ কর্মকর্তা অঞ্জনা দাস’র সঞ্চালনায় সভা দু’টিতে দলিতের প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, দলিতের মনিটরিং ইভালুয়েশন একাউণ্টবিলিটি লারনিং অফিসার ফারহানা আক্তার সহ মেধাবী শিক্ষার্থী অপু দাস, প্রশান্ত দাস, বৃষ্টি দাস, কৃষ্ণা দাস, আকাশ দাস, শান্ত দাস, শিউলি দাস ও সুলতা দাস প্রমুখ বক্তব্য রাখন।