সাতক্ষীরা সকাল ৬:২৬ বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা

    তালায় আলো প্রকল্পের অবহিতকরণ সভা

    mir khairul alam
    নভেম্বর ২১, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
    Link Copied!

     

    তালা প্রতিনিধি: ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
    ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম ও অপারেশন ম্যানেজার সালভেস্টার মিকাইল মধুর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। সংশ্লিষ্ট প্রকল্পের ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার তানিয়া মজুমদারের সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম ডেভলপমেন্ট ও মেল ম্যানেজার জেমস লিটন হালদার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, আইসিটি কর্মকর্তা রেজাউল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান, প্রজেক্ট অফিসার রনজিত দাস প্রমুখ।
    উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ঈমাম, পুরোহিতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।