সাতক্ষীরা দুপুর ১২:২৩ বুধবার , ২০ নভেম্বর ২০২৪
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে মানববন্ধন

    mir khairul alam
    নভেম্বর ২০, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
    Link Copied!

     

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে সরব হন।
    ৬ দফা দাবিসমূহ হল: সরকারি চাকরির দশম গ্রেড নিশ্চিত করা, দীর্ঘ ১৪ বছর ধরে স্থগিত থাকা সরকারি হাসপাতালের টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক পরিদপ্তর স্থাপন, বিএসসি ও এমএসসি কোর্স চালুসহ স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালু করা পেশাগত দক্ষতা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একটি টেকনোলজি কাউন্সিল প্রতিষ্ঠা ও বেসরকারি খাতে কর্মরত টেকনোলজিস্টদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।
    মানববন্ধনে বক্তারা উল্লেখ করে বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় পদসংখ্যা সৃষ্টিতে উদাসীনতা, পদোন্নতি ও বদলির সুযোগ না থাকা, এবং উচ্চশিক্ষার অভাব তাদের পেশাগত বিকাশে বাধা সৃষ্টি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকা উচিত। অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিস্টদের কেবল ১% আছে। এতে সরকারি স্বাস্থ্যসেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।
    দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। তাদের মতে, স্বাস্থ্য খাতের মানোন্নয়নে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
    মানববন্ধনে স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীসহ পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

     

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।