তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২০২৬ কার্যবর্ষ) নির্বাচন আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে বেশ কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক পদে কাজী সিদ্দীকুর রহমানের প্যানেল অংশগ্রহণ করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কাশেম-সিদ্দীক পরিষদ সকলের সহযোগিতা প্রত্যাশা করেছে। কাশেম-সিদ্দীক প্যানেলের নির্বাচনী সাতক্ষীরা জেলা সমিতিকে উন্নয়ন সম্পৃক্ত করে ইশতেহার প্রকাশ করেছে। অতীতে সাতক্ষীরা জেলা উন্নয়ন বঞ্চিত ছিল। কাশেম-সিদ্দীক প্যানেল যশোর, নাভারণ থেকে মুন্সিগঞ্জ (শ্যামনগর) এবং ভোমরা থেকে খুলনা পর্যন্ত চার লেন রাস্তা উন্নতি করণ, সাতক্ষীরায় মৎস চষের বিকাশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা, জলাবদ্ধতা নিরসনের জন্য জেলার সকল নদ-নদী ও খালসমূহ পুনঃখননের ব্যবস্তা করা, বেড়িবাঁধগুলো স্থায়ী ও টেকসই করতে হবে, জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, খুলনা-মুন্সিগঞ্জ (শ্যামনগর) ভায়া সাতক্ষীরা ও ভোমরা স্থল বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ করা, আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, ভোমরা স্থল বন্দরের সেবা সম্প্রসারণ ও বসন্তপুর নৌবন্দর চালুর ব্যবস্থা করা, সুন্দরবন কেন্দ্রীক পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম উদ্যোগ গ্রহণ, সাতক্ষীরা জেলায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা, সাতক্ষীরা জেলাকে ‘এ’ গ্রেড জেলা এবং পাটকেলঘাটকে উপজেলা হিসাবে ঘোষনা করা এবং যুব সম্প্রদয়কে রক্ষায় মাদক নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবে বলে জানান। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার নির্বাচন উপলক্ষে ঢাকাস্থ সাতক্ষীরাবাসীর মধ্যে উৎসব ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। তাই এ নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সাতক্ষীরার কল্যাণ ও উন্নয়নের স্বার্থে যাচাই বাচাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন ঢাকাস্থ সাতক্ষীরাবাসী।