বি. এম. জুলফিকার রায়হান, তালা: আজারবাইজানের রাজধানী বাকু’তে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ) এর ২৯তম সংস্করণ। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে বিশ্ব শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে আন্তর্জাতিক অঙ্গীকার সুসংহত করা। এই আহ্বানের সাথে সংহতি রেখে রোববার (১৭ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে ‘জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে’ মানববন্ধন হয়েছে।
বেসরকারি সংস্থা অ্যাওসেড এর আয়োজনে এবং তালা উপজেলা মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (মাপ) উক্ত মানববন্ধন কর্মসূচীর বাস্তবায়ন করে। কার্বন নির্গমন কমিয়ে আনো, পৃথিবীকে রক্ষা করো- ¯েøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা ম্যাপ’র সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম।
অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়না দাসের পরিচালনায় মানবন্ধনে অন্যান্যের মধ্যে তালা উপজেলা ম্যাপের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য অধ্যাপক আবু হাসান, সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, অ্যাওসেড লার্নিং এন্ড অ্যাডভোকেসী অফিসার বাহালুল আলম, ম্যাপ সদস্য সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু, স্বরস্বতী দাস, জিল্লুর রহমান, আব্দুল করিম, আব্দুল হাকিম, ফিরোজা বেগম ও জয়ন্তী রানী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমূহের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের ন্যায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিতকরণ করার দাবী জানানো হয়। এছাড়া গ্রীনহাউজ গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলোকে কার্বণ নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জোর দাবী জানান।
মানববন্ধনে- ২০২৪ মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম এবং ক্লাইমেট জাস্টিস ফোরাম’র নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও প্রান্তিক জনসাধরন সহ বিভিন্ন শ্রেনী-পেশার অংশগ্রহগন করে।