মুজাহিদ বিন ফিরোজ: ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা এবং অধিকার নিশ্চিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার একমাত্র শহিদ, নর্দান ইউনিভার্সিটির ছাত্র শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দরা।
এ সময়ে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার প্রতিনিধি নাজমুল হোসেন রনি, সাদ্দাম হোসেন, মোল্লা ইব্রাহিম খলিল, ইয়াসিন আরাফাত, রুমান হোসেন, দেবহাটা উপজেলা প্রতিনিধি মো:মুজাহিদ বিন ফিরোজ, শহিদ আসিফের ভাই রাকিব হোসেন, শহিদ আসিফের পিতা মাহমুদ আলম সহ আরো অনেক শিক্ষার্থীরা
পরে শিক্ষার্থীরা শহিদদের পরিবারের সাথে স্বাক্ষাত করেন এবং সার্বক্ষণিক ছেলের মতো হয়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।