বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া পীর নঈমউদ্দীন (রহঃ) স্মৃতি বিজড়িত পূর্ণ ভুমিতে, কুলিয়া মানবতার কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৮ ঘটিকায় সময় কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় শ্রেণি কক্ষে উক্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকের মধ্যে রোগী দেখেন, এম বি বি এস,এফ সি পি এস পার্ট-২,মেডিসিন, হৃদরোগ,ডায়াবেটিস, চর্মও শিশু অভিজ্ঞ ডা: নাজমুস সাকিব, এম বি বি এস,বি সি এস স্বাস্থ্য, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় অভিজ্ঞ ডা: র্স্বনালী সুলতানা, এম বি বি এস ডা: মারিয়াজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান ও যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুলিয়া বাজার কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন, কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুর ইসলাম,কুলিয়া মানবতার কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক রাসেল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন আহমেদ, সদস্য জামসেদ আলী, ফয়সাল আহমেদ, রোকনুজ্জামান রনি,সৈকত হোসেন ও সাব্বির আহমেদ প্রমুখ। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত প্রায় ৩০০ শতাধিক রুগী ফ্রি চিকিৎসা, ব্লাড গ্রুপ ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
যে বৃক্ষে ফল আছে – তাঁর মাথা নিচু থাকে । কুলিয়া পীর সাহেব হুজুরের অমর বাণী সাথে এক হয়ে সবাই মিলে মানুষের সেবা করার প্রয়াসে এই কার্যক্রম পরিচালনা করা হয়,আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।