দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও গ্রাফিতি স্মারক প্রদান করেছেন দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’। মঙ্গলবার সকালে দরদির নের্তৃবৃন্দরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে উপজেলার আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণ, পর্যটনকেন্দ্রের উন্নয়ন, জীববৈচিত্র রক্ষাসহ নানাবিধ ব্যাপারে সাংবাদিকবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সাথে এ মতবিনিময় করেন। বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন এবং জুলাই বিপ্লবের স্মৃতিকে জাগ্রত র৩াখতে প্রেসক্লাব নের্তৃবৃন্দ ও অফিসার ইনচার্র্জকে দরদির পক্ষ থেকে দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুনের আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি স্মারক প্রদান করা হয়।
এসময় দরদির এ কর্মপরিকল্পনায় দরদির বর্তমান সভাপতি সাকিব হোসেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, দরদির ‘স্থানীয় এসোসিয়েট কমিটি’র আহবায়ক সোহেল হোসেন এবং সদস্য সচিব মুতাহিদসহ দরদির নের্তৃবৃন্দ প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ফুলেল শুভেচ্ছা ও গ্রাফিতি স্মারক প্রদান। পরে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলীকে শুভেচ্ছা গ্রাফিতি স্মারক প্রদান করা হয়।