তালা প্রতিনিধি: তালার বারাত-মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম পীরজাদা মোশাররাফুল হক’র ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ এবং শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের আয়োজনে, সোমবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।
অভিভাবক সমাবেশ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আ.হ.ম. একরামুল হক আসাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালার সন্তান- যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক এস.এম. তৌহিদুজ্জামান এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক অধ্যাপক এস.এম. তৌহিদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারাত-মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার দাশ।
বিশিষ্ট শিক্ষানুরাগী নারায়ন চন্দ্র মজুমদার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, দলুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন এবং রুপকার ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মো. মোশরেফুজ্জামান ইমন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ১০জন মেধাবী শিক্ষার্থীকে রুপকার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন।