সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের চাঁদপুর পাওয়ার হাউস এলাকায় যাত্রীবাহী বাস ও মহেন্দ্রের সংঘর্ষে লক্ষীকান্ত মন্ডল (৫৭)নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছে। একই সময় মহেন্দ্রে থাকা ৬ যাত্রী আহত হয়েছে ।
নিহত মাছ ব্যাবসায়ী সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডলের ছেলে।
আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল , মনীষা, সীতা মন্ডল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা কালিগজ্ঞ সড়কের চাঁদপুর পাওয়ার হাউস সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী নিহত লক্ষী কান্ত মন্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্ত সহ ৬ জন মহেন্দ্র যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেবহাটার চাদপুর এলাকায় আসলে বিপরিত দিক থেকে আসা মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি উল্টে পড়ে ৬ জন শুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভাই লক্ষীকান্তের মৃত্যু হয়। অপর আহতরা সেখানে চিকিৎসাধীন বলে জানান তিনি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি নলতায় তেল পাম্পের কাছে আটকের পর কালীগঞ্জ থানা পুলিশ হেফাজাতে নিয়েছে। আর মাহিন্দ্রটি দেবহাটা থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাস সহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।