দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের যৌথ কর্ম পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, দেবহাটা সদর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান, নওয়াপাড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
এসময় সিভিএ সদস্য, স্টান্ডিং কমিটির সদস্য, নারী-পুরুষ, কিশোর-কিশোরী দলের সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় মানদন্ডের পরিমাপক অনুযায়ী ওয়াটসন কমিটির মনিটরিং স্ট্যান্ডার্ড এর উপরে যৌথ কর্ম পরিকল্পনা প্রনয়ন করা হয়।