সাতক্ষীরা ভোর ৫:০৭ মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  • ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রজব, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরাকে দুর্নীতি এবং অপরাধমুক্ত করার আহ্বান জেলা প্রশাসকের

    mir khairul alam
    নভেম্বর ৫, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলাসহ সাতক্ষীরা জেলাকে দুর্নীতি ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ। মঙ্গলবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় কালে তিনি এ আহ্বান জানান।
    উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল জনপ্রতিনিধি শিক্ষক প্রতিনিধিসহ ইমাম ও পুরোহিত সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
    মত বিনিময় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক স্বচ্ছতার ভিত্তিতে মৌলিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়া ঘুষ ও দুর্নীতি মুক্ত থেকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা ও সেবার মান নিয়ে কাজ করার আহ্বান জানান। একই সাথে জেলার বিভিন্ন অফিস এমনকি ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান আংশিক পরিদর্শনেরও ঘোষণা দেন।
    এ সময় জেলা প্রশাসক স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং মাদক ক্রয়ই বিক্রয়সহ অপরাধমূলক তৎপরতা বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন।
    মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু সাঈদ, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, এনজিও প্রতিনিধি মারুফ হোসেন মিলন প্রমূখ।
    মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন পরবর্তী দিন থেকে বাজারগুলোতে অন্যের মূল্য তালিকা টানাতে হবে। এছাড়া বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই-উল্লেখ করে তিনি বলেন এদেশে বসবাসকারীরা সবাই বাংলাদেশী। ধর্ম শুধু আনুষ্ঠু আনুষ্ঠানিকতা নয়- উল্লেখ করে প্রত্যেক ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান
    রাজনৈতিক বিবেচনায় টিসিবিসহ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিতে সুবিধা ভোগীর তালিকা সংস্কারের বিষয়ে তিনি উপস্থিত ব্যক্তিদের আশ্বস্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।