সাতক্ষীরা প্রতিনিধি: ০৪ নভেম্বর-২০২৪ ইং,রোজ:সোমবার সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলার কৈখালী রমজাননগর ইউনিয়নে রেডিও নলতার বাস্তবায়নে প্রোমোটিং দ্যা ভয়েস অব এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রি কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় পিছিয়েপড়া মুণ্ডা আদীবাসিদের বাল্যবিবাহ প্রতিরোধ ও জীবন মান উন্নয়ন এর উপর এক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুক্তিযুক্ত রেডিও সংলাপ অনুষ্ঠানটির আর্থিক সহায়তায় ফ্রিপ্রেস আনলিমিটেড,আর্টিকেল নাইনটিন ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং উন্নয়ন মূলক সংগঠন সমষ্ঠির বাস্তবায়নে।অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা ৯৯.২ এফ এম।উক্ত সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র কনসালটেন্ট সাবরিন সুলতানা।রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: আব্দুস সালাম। মুণ্ডা আদিবাসীদের গৌত্র প্রধান গোপাল চন্দ্র মুণ্ডা। এছাড়া এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রি কমিউনিটি মিডিয়া শীর্ষক এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ১৫ জন মুণ্ডা ইয়ুথ লিডার। এসময় আরও উপস্থিত ছিলেন,রেডিও নলতার টেকনিক্যাল অফিসার সাব্বির হোসাইন।হিসাব রক্ষক কাম মার্কেটিং অফিসার আক্তারুজ্জামান মিলন। সিনিয়র অনুষ্ঠান প্রযোজক প্রতিমা রানী।অনুষ্ঠান উপস্থাপক আব্দুস সালাম (স্বেচ্ছাসেবক)। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,রেডিও নলতার সহকারি স্টেশন ম্যানেজার মো: মামুন হোসেন। উক্ত অনুষ্ঠানে মুণ্ডা আদিবাসীদের মধ্যে বাল্যবিবাহের হার বৃদ্ধি,বাল্যবিবাহ প্রতিরোধে পিছিপেড়া মুণ্ডা আদিবাসীদের ও ইয়ুথ লিডারদের ভূমিকা, জনসচেতনতা সৃষ্টি জোরদারকরণ,স্থানীয় জনপ্রতিনীধিদের ভূমিকা, গৌত্র প্রধানদের ভূমিকা।মহিলাবিষয়ক অধিদপ্তরের উঠান বৈঠকসহ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নানাবিধ কার্যক্রমের উপর সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উক্ত প্রকল্পের আওতায় স্থানীয় পিছিয়েপড়া মুণ্ডা আদিবাসীদের পিছিয়েপড়ার কারণগুলো থেকে প্রাথমিকভাবে ০৭টি বিষয় নির্বাচিত করে রেডিও সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়।সবশেষে,সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীবৃন্দ, মুণ্ডা ইয়ুথ লিডারসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।