দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যাডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত ৩ বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। এতে পদাধিকারে নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনকে সভাপতি, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলামকে সেক্রেটারি মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারী কাওছার আলী, কোষাধ্যক্ষ আয়ুব আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে ইউপি সদস্য জাকির হোসেন গাজী, রাহিলা পারভীন লিলি, রবিউল ইসলাম, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।