বি. এম. জুলফিকার রায়হান, তালা: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামে একই পরিবারের ৩জনকে কুপিয়ে হত্রার চেষ্টা করা হয়েছে। একই গ্রামের দূর্বৃত্ত এবং বহু অপরাধের সাথে জড়িত এনায়েত আলী খাঁর ধারালো দা দিয়ে তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করে। ঘটনায় আশংকাজনক অবস্থায় ৩জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়।
ডুুমরিয়ার চন্ডিপুর গ্রামের শহিদুল খাঁ জানান, গ্রামের লিয়াকত গাজীর ছেলে আবুল হাসানের সাথে একই এলাকার গোলদার খাঁর ছেল এনায়েত খাঁর জমি নিয়ে বিরোধ রয়েছে। এনিয়ে এনায়েত খাঁ প্রতিনিত আবুল হাসনকে খুন করা সহ নানাবিধ হুমকি দিতো। শনিবার সকালে ও বিকালে দফায় দফায় এনায়েত খাঁ নিরিহ আবুল হাসানকে হুমকি প্রদান করে।
আবুল হাসানের ভাই জুয়েল গাজী জানান, এনায়েত খাঁ চিহ্নিত দূর্বৃত্ত এবং ইতোপূর্বে ৪/৫জন ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতী, হুমকি প্রদান সহ দাঙ্গাবাজীর বহু অভিযোগ রয়েছে। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে শনিবার রাত ১১টার দিকে এনায়েত খাঁ ও তার ছেলে আরাফাত খাঁ পরিকল্পিতভাবে ধারালো দা ও কুড়ান নিয়ে আবুল হাসানের ঘরের ঢুকে ঘুমান্ত আবুল হাসানকে অতর্কিত ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় আবুল হাসানের চিৎকারে বাড়ির মধ্য হতে শবুজ গাজী ও হাসিনা বেগম এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে হত্যার চেষ্টা করেনি পিতা এবং ছেলে। পরে এলাকার লোকজন এগিয়ে এসে গুরুতর আহত আবুল হাসান, সবুজ গাজী ও হাসিনা বেগমকে উদ্ধার করে তালা হাসপাতালে এনে ভর্তি করে। আহতদের মধ্যে আবুল হাসানের অবস্থা আশংকাজনক।
এঘটনায় ডুুমরিয়া থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী আবুল হাসানের ভাই জুয়েল গাজী জানান।