স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২ নভেম্বর) প্রতি পদে একক প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশনার কর্তৃক এ ঘোষনা প্রদান করা হয়।
এতে দেবহাটা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহমেদ সভাপতি, কলারোয়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক সেক্রেটারী মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি জি এম শফিউল্লাহ, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, অর্থ সম্পাদক এসএম ইকবাল আহমেদ, দপ্তর সম্পাদক শেখ সিহান আলী, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, চাকুরি ও আইন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান খান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মন্ডল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজমীরা পারভীন, মহিলা সম্পাদক শাহানা আফরোজ, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব শাওন, নির্বাহী সদস্য আব্দুল আলীম।