বি. এম. জুলফিকার রায়হান, তালা: মাদক সেবনে বাঁধা দেয়ায় সাতক্ষীরার তালায় দাদী সখিনা খাতুন (৭০) কে জবাই করে হত্যা করেছে নেশাগ্রস্থ পৌত্র (পোতা) হানিফ জোয়ার্দ্দার। শুক্রবার (১ নভেম্বর) সকালে বাড়িতে কেউ না থাকার সময়ে মাদক সেবন সংক্রান্ত ঝগড়ার একপর্যায়ে উগ্র মাদক সেবী হানিফ জোয়ার্দ্দার দাদীর গলায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
নিহত সখিনা খাতুন (৭০) তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী। নেশাগ্রস্থ পৌত্র হানিফ জোয়ার্দার স্থানীয় শালিখা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, শালিখা গুচ্ছগ্রামের মশিয়ার রহমান জোয়ার্দারের ছেলে হানিফ জোয়ার্দার দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। তার অত্যাচারে পরিবার সহ আশপাশের মানুষ অতিষ্ট ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে থাকাকালে দাদী ছকিনা খাতুন মাদক সেবন বন্ধ করলে বলে পোতা হানিফের সাথে তার ঝগড়া হয়। একপর্যায়ে হানিফ ধারালো ছুরি দিয়ে দাদী ছকিনা খাতুনের গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
এব্যপারে তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক হানিফ জোয়ার্দারকে বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিহজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।