দেবহাটা প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা যুব ফোরামের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে দেবহাটা উপজেলায় রালী, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের আহবায়ক আল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও দেবহাটা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
উক্ত কার্যক্রমে অংশগ্রহণকারী হিসেবে উপজেলার ৫ টি ইউনিয়নের যুব সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।