সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের প্রতিনিধিদের নিয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আমার সংবাদের জেলা প্রতিনিধির কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সভায় আমার সংবাদের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে দেবহাটা উপজেলা প্রতিনিধি এম এ মামুনের সঞ্চালনায় আগামী বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও কর্মসূচী প্রণয়ন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন কমিউিনিটি মিডিয়া এক্সপার্ট কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ার।
তিনি সাতক্ষীরার প্রান্তিক মানুষের তথ্য সেবা নিশ্চিৎ করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। যার মধ্যে দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের প্রকাশিত সংবাদ, বিষয়বস্তু এবং সাতক্ষীরা কমিউনিটির উন্নয়নমূলক বিষয়ে কেস স্টাডি তুলে ধরার ব্যাপারে গুরুত্বারোপ করেন। পাশাপাশি সকল পাঠক-পাঠিকার জন্য সম্পাদক কর্তৃক প্রেরিত শুভেচ্ছা পত্র, নোট প্যাড, পৌছানোর বিষয়ে আলোচনা করেন। আগামী ২০২৫ সালে প্রচারণায় দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের পক্ষ থেকে থাকবে বিভিন্ন ধরনের প্রকাশনা।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু, আশাশুনি উপজেলা প্রতিনিধি নূর আলম, কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান লিমন। জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন, সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে বিগত দিনে সাতক্ষীরার সর্বস্থরের মানুষের কথা সংবাদের মাধ্যমে উঠে এসেছে। আগামীতে প্রতিটি এলাকার তথ্য তুলে ধরতে চাই। আমরা চাই আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকাটি আরো গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাক। তিনি সকল উপজেলা প্রতিনিধিদেরকে আরো গুরুত্ব সহকারে কাজ করার আহবান জানান।