সাতক্ষীরা বিকাল ৩:০৭ বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  • ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ১০ই রজব, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সকল অনিয়ম বন্ধ করে সাতক্ষীরায় ৭৮টি আদর্শ মডেল গ্রাম করা হবে: জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

    mir khairul alam
    অক্টোবর ৩১, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ
    Link Copied!

    বি. এম. জুলফিকার রায়হান. তালা:  সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ। সরকার সবসময় জনগণের জন্য কাজ করে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারি এবং জনগণের সেবক। জেলা প্রশাসক কোন ব্যক্তি বা দলের জন্য কাজ করে না। আমরা কাজ করি জনগণের জন্য। তিনি বলেন, সাতক্ষীরা জেলাকে ঘুষ, দূর্নীতি এবং অনিয়মের জিরো টলারেন্সে আনা হবে। জেলার ৭৮টি ইউনিয়নে কমপক্ষে ৭৮টি আদর্শ মডেল গ্রাম গড়ে তোলা হবে। এই জেলার সকল সরকারি বা অন্যান্য দপ্তরে কোনও প্রকার অনিয়ম এবং দূর্নীতি মুক্ত করা হবে। দূর্নীতি বিরোধি কর্মকান্ড জোরদার করা প্রসঙ্গক্রমে জেলা প্রশাসক বলেন, সম্প্রতি ঢাকা থেকে একজন উর্দ্ধতন সরকারি কর্মকর্তা সাতক্ষীরার বিভিন্ন অফিস পরিদর্শনে আসেন। এসময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অফিস থেকে অর্থ গ্রহনের অভিযোগ পাওয়া মাত্র বিষয়টি সচিবকে মহোদয়কে জানানো হয়। সচিব মহোদয় তৎক্ষনাত তাকে ঢাকায় ফেরৎ নেন এবং ওই অফিসারের চাকরি থাকবে বলে মনে হয়না।
    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসব কথা বলেন।
    উক্ত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। সভা পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণু পদ পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন ও পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মো. মাইনুদ্দীন। তালাবাসীর পক্ষে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য আলহাজ্ব ডা. মাহমুদুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন,নাংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ আল মোতাছিম বিল্লাহ, শিক্ষক রেজাউল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মাওলানা তাওহিদুর রহমান, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আনোয়ার হোসেন প্রমুখ।
    সভায়, সাম্প্রতিক সময়ে তালা উপজেলার জলাবদ্ধতা দ্রুত নিরসনে ব্যবস্থা গ্রহনের তাগিদ দিয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নেতারা নিয়োগ বানিজ্য ও অনিয়ম ছাড়া শিক্ষক বা প্রতিষ্ঠানের উন্নয়নে তেমন কোনও ভূমিকা রাখেনা। এজন্য আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করার ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া তালা উপজেলা ভূমি অফিস তালা উপজেলা সদরে স্থানান্তর করা সহ আগামীতে নির্ভিগ্নে পূজা-পার্বন উৎযাপন, অনলাইন ভিত্তিক জুয়া বন্ধ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হবার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
    এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।