সাতক্ষীরা সকাল ৯:৪৭ বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  • ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ১০ই রজব, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    mir khairul alam
    অক্টোবর ৩১, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
    Link Copied!

     

    সাতক্ষীরা প্রতিনিধি: ‘‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’’ প্রতিপাদ্যে  প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

    উদ্ভিদ বিজ্ঞানের প্রতি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি, জীববৈচিত্র সংরক্ষণের তাগিদে  বর্তমান ও ভবিষ্যতে দেশের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষার পরিবেশ সৃষ্টিকরার লক্ষ্য নিয়ে প্র‍তিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে আসছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

    ৩১ অক্টোবর ২০২৪  সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি ১ বছর পূর্ণ করে ২য় বর্ষে পদার্পণ করেছে।প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

    আজ সকাল ১১ টায়  সাতক্ষীরার দেবনগর  লাবসা দাখিল মাদ্র‍াসা প্র‍ঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

    বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম।

    প্র‍ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লাবসা দাখিল মাদ্র‍াসার সুপার জনাব রুহুল আমিন।

    আরো উপস্থিত ছিলেন,আরবী শিক্ষক সাহাদাত হোসেন, শিক্ষিকা শামসুরনাহার,
    সোসাইটির সহ – সভাপতি  ফয়জুর রহমান মিশুক, কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন, সিয়াম রহমান, নূরে আলম সোহাগ, সাগর আহমেদ, সাব্বির হোসেন রমিম, শেখ ইয়াসির আরাফাত প্র‍মুখ।

    বৃক্ষরোপণ কর্মসূচিতে, পেয়ারা,অর্জুণ, গর্ণুজ, বহেরা, নিম,কদবেল, কাঞ্চন, তেতুল সহ বিভিন্ন প্র‍জাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।

    সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, আমি উদ্ভিদবিজ্ঞান এর শিক্ষার্থী, উদ্ভিদ নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনুভব করি গাছের ও প্রকৃতির প্রতি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। প্র‍ান্তিক জনগোষ্ঠীর মাঝে উদ্ভিদ বিজ্ঞানের সুফলকে পৌছে দিতে গড়ে তুলি সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

    জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গাছপালা অপরিহার্য। উদ্ভিদ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই আসুন আমরা সকলে বেশি বেশি ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদ রোপণ করি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থজীবন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।