সাতক্ষীরা বিকাল ৩:১০ শুক্রবার , ১ মার্চ ২০২৪
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটা রূপসী ম্যানগ্রোভ এখন পাখির অভয়াশ্রম

    Editor
    মার্চ ১, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: “সবাই মিলে করি পণ, বন্ধ করি পাখি নিধন, পাখির অধিকার আছে নিরাপদে থাকার জন্য” এই শ্লোগানকে সামনে নিয়ে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
    শুক্রবার (১ মার্চ) এ ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

    শুরুতে সরকারি খাঁন বাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান দেবহাটার রূপসী ম্যানগ্রোভকে পাখির অভয়াশ্রম ঘোষণা করে জানান, আমাদের এই সুন্দর প্রকৃতিকে রক্ষা করতে হলে পাখিদেরকে বাঁচাতে হবে, তাদের জন্য নিরাপদ আশ্রয়াস্থল গড়ে তুলতে হবে। আরো জানান, যারা পাখি নিধন বা হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে আসুন পাখিদের নিরাপদ আবাস গড়ে তুলি।

    উল্লেখ্য যে, দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে প্রায় লক্ষার্ধীক ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সেখানে প্রতিদিন অসংখ্য প্রজাতির পাখি এসে আশ্রয় নেয়। আর এসব পাখিদের নিরাপত্তার জন্য অনুষ্ঠান শেষে বিভিন্ন সাইজের গাছে মাটির ভাঁড় বেধে দেওয়া হয়। যাতে সহজে পাখিরা বাসা তৈরি করে প্রজনন করতে পারে এবং ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে নিরাপদে বসবাস করতে পারে।

     

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।