নিজস্ব প্রতিনিধি: অনলাইন মার্কেটিংয়ের বড় প্লাটফর্ম সাতক্ষীরা অনলাইন শপিংয়ের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ‘স্বপ্ন-চেষ্টা-উদ্যোক্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের লেকভিউ ক্যাফে ও রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সাতক্ষীরা অনলাইন শপের এডমিন ফিরোজ আহমেদ (বাবু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক গোলাম সাকলাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকরা হচ্ছে ব্যবসার প্রাণ। আগে তাদেরকে গুরুত্ব দিতে হবে। উদ্যোগ মানে শুরু করেই সফল হয়ে যাওয়া নয়, এর পেছনে মেধা, শ্রম সবই ঢালতে হবে। তা না হলে হবে না। যারা উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাদের সফলতা মানে বাংলাদেশের সফলতা।