দেবহাটা প্রতিনিধি: স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় এ দিবস পালিত হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে হাত ধুয়ে দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশল সঞ্জয় মন্ডলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।