দেবহাটা প্রতিনিধি: দেবহাটার টাউন শ্রীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও দেবহাটা থানায় অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে গার্ড অব অনার শেষে কবরস্থানে দাফন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা আব্দুর হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।