দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ২ কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার ২০২২-২৩ অর্থ বছরের ২ জন কর্মচারীকে এ পুরস্কার প্রদান করা হয়। এতে ওই দপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান ২০২৩ এবং আইজিএ প্রশিক্ষক বিলকিস পারভিন ২০২২ এ নির্বাচিত হন। কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক কাজের মূল্যায়ন ও দক্ষতায় এ পুরস্কার প্রদান করে সরকারি বিভিন্ন দপ্তর। তারই অংশ হিসাবে কর্মকর্তা, কর্মচারীদের মূল্যায়ন ও কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। দেবহাটা উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান জানান, সরকারি কর্মকর্তা, কর্মচারীদের কাজের উদ্যম বাড়াতে এবং দুর্নীতি অনিয়ম কমাতে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। আমি ও আমার দপ্তরের সকলে সর্বদা চেষ্টা করি নারী ও শিশু সংক্রান্ত সেবা প্রদানে শতভাগ হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রদান। আমার দপ্তরের কর্মচারীরা খুবই আন্তরিক হওয়ায় দপ্তরের কর্মকান্ড দুর্নীতিমুক্ত।