দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় সমবায় দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উনয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে সমবায়ী বৃন্দ, উপজেলা সমবায় দপ্তরে কর্মরত কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়। আগামী ২ নভেম্বর সারাদেশে একযোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপিত হবে।
জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়। এবছর দিবসটি উদযাপন করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয় সভায়।