সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সুন্দরবনের হরিণের মাংস পাচার কালে ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। রবিবার (২০ অক্টোবর) ভোরে শ্যামনগর থানার জেলিয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ওই দুই চোরাকারবারীর কাছ থেকে ২১ কেজি হরিণের মাংস উদ্ধার হয়।
আটকরা হলেন, শ্যামনগর থানার বাসিন্দা মশিউর রহমান শামীম (৪৭) ও লুৎফর রহমান (৬০)।
কোস্ট গার্ড পশ্চিম জোন কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে ২১ কেজি সুন্দরবনের হরিণের মাংস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।