নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নে কলিমাখালী সিদ্দিকীয়া শিশু সদনে দূর্নীতির অভিযোগ উঠেছে।
কলিমাখালী সিদ্দিকীয়া শিশুসদনে উপজেলা সমাজসেবা অফিসের কতিপয় দূর্নিতী পরায়ন কর্মকর্তার যোগসাযোসে চলছে লুটপাট। অত্র শিশুসদনে ২০ জন এতিম ও দুস্তের পরিবর্তে প্রতি বছর ৪ লক্ষ ৪০ হাজর টাকা সমাজসেবা মন্ত্রনালয় হতে বরাদ্দ আসে কিন্তু পরিতাপের বিষয় ২০১৯ সাল হতে এখানে দু একজন দুস্ত ছাড়া অন্য কোন এতিম বা দুস্ত এলাকা বাসির নজরে আসেনি। আশাশুনি সমাজ সেবা অফিস জেলা সমাজ সেবা অফিসকে ভুল বুঝিয়ে কমিটি পাস সহ সকল কিছু ছাড় করে নেন। কি কারনে এলাকার গন্যমান্য ব্যাক্তিরা আজও বুঝতে পারেনি।
শিশুসদনে গিয়ে জনা যায় এই শিশুসদনের উপযুক্ত ব্যক্তিদের বিশেষ করে এতিম খানার জমিদাত্রী মৃত্যু দেলজাহান বিবি ( ৩৩ শতাংশ জমি) এর বংশধরদের ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের না রেখে কমিটিতে
কলিমাখালী মাদ্রাসার শিক্ষক ও তাদের নিজস্ব কিছু লোকজন দ্বারা কমিটি বানিয়ে লক্ষ লক্ষ সরকারী টাকা লুটপাট করে আসছে। এ বিষয়ে কলিমাখালী আলহাজ্ব ফজলুল রহমানের পুত্র ওসমানী গণি গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তদ্বয় উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছেন। অনতি বিলম্বে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন সহ এলাকাবাসীকে না জানিয়ে গোপনে করা কমিটি বাতিল পূর্বক নতুন কমিটি গঠন করা হোক।